NE UpdatesHappeningsBreaking News

বায়োমেট্রিক আটকে থাকা সবাইকে আধার কার্ড কেন নয়, প্রশ্ন সুস্মিতার

ওয়েটুবরাক, ২৮ আগস্ট : কেন শুধুই ৯,৩৫,৬৮২ জনকে? কেন বায়োমেট্রিক আটকে থাকা সবাইকে আধার কার্ড নয়, প্রশ্ন তুললেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব৷
৯,৩৫,৬৮২ জনের বায়োমেট্রিকের লক খুলে দিয়ে আধার কার্ড ইস্যুর যে নির্দেশ জারি হয়েছে, ওই বিশেষ সংখ্যাটি কোথা থেকে পেল সরকার, জানতে চাইলেন তৃণমূল নেত্রী সুস্মিতা৷ তিনি বলেন, অসমে বায়োমেট্রিক আটকে থাকা মানুষের সংখ্যা ২৬ লক্ষ৷ তিনি নিজে তাঁদের সকলকে আধার কার্ড ইস্যুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন৷ সেখানে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, আধারের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই৷ সুস্মিতার প্রশ্ন, তাহলে নাগরিক পঞ্জি( এনআরসি)-তে নাম না থাকাদের আধার কেন আটকে রাখা হবে? সুস্মিতা রাজ্য সরকারের হলফনামাকে সঠিক বলে মন্তব্য করে জানান, আধার রুলের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, কেউ নাগাড়ে ১৮২ দিন থাকলেই আধার কার্ড পেতে পারেন৷ এর সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই৷ কিন্তু এখানে বছরের পর বছর নাগাড়ে বসবাসকারীদের আধার কার্ডও এনআরসির দোহাই দিয়ে আটকে রাখা হচ্ছে৷ এ ছাড়াও, তাঁর কথায়, এনআরসিতে নাম না থাকাদের বিদেশি বলার অধিকার সরকারের নেই, তা ঘোষণা করবে ফরেনার্স ট্রাইবুনাল৷ এর আগেই তাদের অধিকার কেড়ে নেওয়া অনৈতিক বলেই মন্তব্য করেন তৃণমূল সাংসদ সুস্মিতা৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker