Barak UpdatesHappeningsBreaking News

বাদেজামা সালেপুর এমই স্কুলে বিশ্ব জল দিবস উদযাপন

ওয়েটুবরাক, ২৩ মার্চ : গত ২২ মার্চ পাথারকান্দির বাদেজমা সালেপুর এমই স্কুলে বিশ্ব জল দিবস পালিত হয়। ওই দিন প্রাত:সভার পর ছাত্র -ছাত্রী ও শিক্ষক -শিক্ষয়িত্রী সমন্বয়ে এক শোভাযাত্রা বের হয়।
পরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা নবনীতা সাহার পৌরহিত্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উক্ত দিবস উদযাপনের উদ্দেশ্য ও তাৎপর্য সংক্ষেপে তুলে ধরেন সভার সভানেত্রী নবনীতা সাহা। বিজ্ঞান শিক্ষক গৌতম দেব দিনটি পালনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিত ভাবে ব্যাখ্য করতে গিয়ে বলেন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত এক সম্মেলনে প্রতিবছর ২২ মার্চ বিশ্ব জল দিবস উদযাপন করার প্রস্তাব গৃহীত হয়। সেই অনুযায়ী জলের গুরুত্ব ও এর সদব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৯৯৩ সালে প্রথম এই দিবসটি পালিত হয়। তিনি বলেন, বিশ্বের ৭০ শতাংশ জলে ভরপুর, তার মধ্যে মাত্র ৩ শতাংশ জল পানের উপযোগী, বাকি একটা বিরাট অংশ জল পান করার জন্য উপযুক্ত নয়।পুরো পৃথিবী নিভর্রশীল এই ৩ শতাংশ জলের উপর। তিনি বৃষ্টির জল ও বাড়িতে ব্যবহৃত জল সংরক্ষণ করে অন্যান্য কাজে ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখে সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা বেগম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাবীর হুসাইন। অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় ভাবে সহযোগিতা করে সদ্য প্রাক্তন ছাত্র সাহাব উদ্দিন, মেহতাব আলম, সুরাইয়া বেগম, রুস্তানা বেগম প্রমুখ।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker