Barak UpdatesHappeningsBreaking News
বাদেজমা সালেপুর এম ই স্কুলে শিশু সুরক্ষা দিবস উদযাপিত
ওয়েটুবরাক, ৫ মার্চ : গত সোমবার পাথারকান্দি প্রাথমিক শিক্ষা খণ্ডের বাদেজমা সালেপুর এম ই স্কুলে বিভিন্ন কার্যসূচিতে “শিশু সুরক্ষা দিবস” পালিত হয়। এ উপলক্ষে ওই দিন স্কুলের প্রাতঃসভার পর পড়ুয়া,শিক্ষক-শিক্ষয়িত্রী, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য-সদস্যাবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা নবনীতা সাহার পৌরহিত্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভানেত্রীর স্বাগত ভাষণের পর এই দিবসের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করেন বিজ্ঞানশিক্ষক গৌতম দেব । তিনি বলেন, শিশুদের সর্বাত্মক উন্নতির উপর কোনও দেশ বা জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে । কিন্তু আক্ষেপের বিষয়, শিশুরা আজ বিভিন্ন ভাবে লাঞ্ছনার শিকার। শিশু বিবাহ, শিশু শ্রম, শিশুদেরকে যৌন হয়রানি, শিশু পাচার ইত্যাদি আজ এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সচেতনতা বৃদ্ধি৷ তিনি এও উল্লেখ করেন যে, ২০১৪ সালের ৪ মার্চ, এই দিনটি দেশের মধ্যে আসামই প্রথম পালন করে। আসাম সরকারই স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষা প্রদানে রানি লক্ষীবাই আত্ম-সুরক্ষা প্রশিক্ষণ, লাইফ-স্কিল ট্ৰেনিং ইত্যাদির আয়োজন করছে।শিক্ষক আসাব উদ্দিন বাল্যবিবাহ কঠোর ভাবে দমন করার জন্য আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি ছাত্র -ছাত্রীদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল হতে ও জীবনে চলার পথে অত্যন্ত সচেতন থাকতে পরামর্শ দেন।
ছাত্রছাত্রীদের পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখে সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা বেগম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জাবীর হুসাইন৷ ওই দিনের অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আফতাব আলী ও অন্যান্য সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।