Barak UpdatesHappeningsCultureBreaking News
বাড়ি বাড়ি শহিদ দিবস পালনের আহ্বান বঙ্গসাহিত্যের
অডিও সিডি, পুস্তিকা প্রকাশ শিলচরে
১৮ মেঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে সব সরকারি নির্দেশিকা জারি হয়েছে, সে সব মেনেই বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি ও শিলচর শহর আঞ্চলিক সমিতি যৌথভাবে এ বার উনিশে মে ভাষাশহিদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সমগ্র কাছাড় জেলার মানুষকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। বঙ্গসাহিত্যের কাছাড় জেলা সমিতির সভাপতি তৈমুর রাজা চৌধুরী এবং শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর বলেন, এ বার যেহেতু শারীরিক দূরত্ব মেনে চলা জরুরি, তাই বাড়ি থেকে না বেরিয়ে প্রত্যেকে যেন উনিশে মে সকাল আটটায় নিজের বাড়িতেই শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। সেইসঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ-স্মৃতিতে বাড়ি বাড়ি প্রদীপ জ্বালাতেও অনুরোধ করা হয়েছে ।
তাঁদের আশা, বাড়ি বাড়ি শহিদ দিবস পালনের মধ্য দিয়ে এই বছর উনিশে মে পৃথক মর্যাদা পাবে। তাঁদের কথায়, শহিদদের শ্রদ্ধা জানাতে বেদীর প্রয়োজন পড়ে না। নিজেদের বাড়ির বারান্দাতেও চেয়ারের ওপর কাপড় বিছিয়ে একাদশ ভাষাশহিদের উদ্দেশে দুটো ফুল দিয়ে তাঁদের স্মরণ করা যেতে পারে। তবে সংগঠনের কর্মকর্তারা সকাল ৭টায় রেলস্টেশনে, ৮টায় শ্মশানঘাটে এবং বেলা ২টা ৩৫ মিনিটে গান্ধীবাগ শহিদ স্মৃতিসৌধে এককভাবে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন বলে তাঁরা জানিয়েছেন৷
এ ছাড়া, বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতি ও শিলচর শহর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে এ বার ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি’ নামে একটি অডিও সিডি তৈরি করা হয়েছে। এটি গ্রন্থনা করেছেন সঞ্জীব দেবলস্কর, আবৃত্তিতে অমিত সিকিদার এবং ভাষ্যপাঠ করেছেন সব্যসাচী পুরকায়স্থ। উনিশে মে সেটি গোটা শহরে বাজিয়ে শোনানো হবে।
যৌথ উদ্যোগে ‘প্রসঙ্গ উনিশে’ নামে একটি পুস্তিকাও তৈরি করা হয়েছে। এতে লিখেছেন বিভাসরঞ্জন চৌধুরী, গৌতমপ্রসাদ দত্ত ও সঞ্জীব দেবলস্কর। রয়েছে ‘জেলা সমিতির আবেদন’ শীর্ষক তৈমুর রাজা চৌধুরীর একটি লেখাও। তাঁরা সেটি উনিশে মে বিনামূল্যে বিতরণ করবেন বলে জানান।