NE UpdatesIndia & World UpdatesHappenings
বাজেটে উত্তর-পূর্বের উন্নয়নের উপর বিশেষ ফোকাস রয়েছে, দাবি সোনোয়ালের
ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেটকে একটি উন্নয়নমুখী ও ভাবনামূলক বাজেট হিসাবে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল, জলপথ এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ তিনি বলেন, এই বাজেট ভারতের অর্থনীতির উন্নয়নে ব্যাপক অবদান রাখবে৷ প্রধানমন্ত্রী গতিশক্তি মডেলের অধীনে এ বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে বিশেষ ফোকাস দেওয়া হয়েছে। সোনোয়াল খুশি, উত্তর-পূর্বাঞ্চলের জন্যও বিশেষ ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ৷ তাঁর কথায়, উত্তর পূর্ব কাউন্সিলকে (এনইসি) ক্ষমতায়নের মাধ্যমে এবারের বাজেট এই অঞ্চলের বিশাল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করতে চলেছে।
তিনি আশাবাদী, কেন্দ্রের এই মানসিকতা আগামীতেও অব্যাহত থাকবে। বাজেট দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, এ মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি সর্ব হিতাকাঙ্খী বাজেট পেশ করেছেন, যা বিস্তৃত ক্ষেত্রকে স্পর্শ করবে। মন্ত্রী বলেন, এবারের বাজেটের বৈশিষ্ট্য হলো, প্রায় প্রতিটি ঘোষণা বা উদ্যোগই মানুষের কল্যাণে প্রভাব ফেলবে। তিনি গতিশক্তি প্রকল্পের জন্য নতুন উদ্যোগের ঘোষণার কথা উল্লেখ করেন। সোনোয়াল আশা প্রকাশ করেছেন, শিপিং সেক্টর আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছবে এবং প্রধানমন্ত্রীর গতিমান ভারত স্বপ্নে অবদান রাখবে।