Barak UpdatesHappeningsBreaking News
বাজার-দোকান বন্ধ না করে স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করুন, আহ্বান প্রতিবাদী সভায়
২৪ অগস্ট: কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে সোমবার বিভিন্ন সংগঠনের সদস্যরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হয়ে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন মার্চ ফর সায়েন্স-এর পক্ষে কমল চক্রবর্তী, সৌম্যদীপ রায়চৌধুরী, হিল্লোল ভট্টাচার্য, কোরাসের পক্ষে বিশ্বজিত দাস, নীলু দাস, গণতান্ত্রিক লেখক সংস্থার তরফে স্নিগ্ধা নাথ, মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষে মানস দাস , সোস্যাল হারমনি’র পক্ষে অরূপ বৈশ্য, পিপলস সায়েন্স সোসাইটির পক্ষে রাহুল রায় । এছাড়াও ছিলেন অধ্যাপক পরিতোষচন্দ্র দত্ত, নেহারুল আহমেদ বড়ভুইয়া, প্রজ্ঞা অন্বেষা , নন্দদুলাল সাহা , গৌরা চক্রবর্তী, ডা. রাজীব রায়, তমোজিৎ সাহা, সারওয়ার জাহান লস্কর প্রমুখ ।
বিক্ষোভ চলাকালে মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিসেবার বেহাল দশার বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তাঁরা বলেন, কোভিড মোকাবিলা করতে গুয়াহাটিতে যে ব্যবস্থা হয়েছে তার ছিটেফোঁটাও কাছাড় জেলাতে নেই৷ ফলে প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বিনা চিকিৎসায় মানুষ যন্ত্রণায় ছটফট করছে । কোভিড কেয়ার সেন্টারগুলোতে সামান্য অক্সিমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে না । অথচ কাছাড় জেলা প্রশাসন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রশ্নে কোনো ভূমিকা পালন না করে কোভিড সংক্রমণ আটকানোর জন্য শুধু কিছু বিধিনিষেধ আরোপ করল, যা সংক্রমণের চেন ভাঙ্গতে সহায়ক হবে না বলে জনগণের মধ্যে সন্দেহর সৃষ্টি হয়েছে। কারণ প্রশাসনের ঘোষণা করা বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে আন্ত:জেলা ও আন্ত:রাজ্য পরিবহণ, সরকারি কার্যালয় ,ব্যাঙ্ক, বিমা সহ নির্মাণ কার্য, চা বাগান ইত্যাদি ।
এইভাবে কী চেন ভাঙ্গা সম্ভব ? তাহলে শুধু দোকান-বাজার বন্ধ রেখে করোনা সংক্রমণ রোখার প্রয়াস কার নির্দেশে এবং কার স্বার্থে ? বক্তারা এও বলেন, করোনা সংক্রমণ রোখা ও জনগণের জীবন রক্ষার কোনও দায়িত্ব সরকার নিতে চাইছে না । সব দোষ জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা দায়মুক্ত হতে চাইছে । এ দিনের এই প্রতিবাদী সভার পক্ষ থেকে দাবি জানানো হয়, গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের পরামর্শ না নিয়ে কোভিড মোকাবিলার কোনো সিদ্ধান্ত যেন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া না হয় ।
তাছাড়াও শিলচর মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবার দ্রুত উন্নতি ঘটানো, মেডিক্যাল কলেজের শূন্যপদে নিয়োগ করা, মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি বিভাগ চালু করা, শিলচর মেডিক্যাল কলেজে আইসিইউর সংখ্যা বৃদ্ধি করা, শিলচর মেডিক্যাল কলেজে করোনা রোগীর উপযুক্ত চিকিৎসা প্রদান করা, করোনা আক্রান্ত ছাড়া অন্য রোগীদের উপযুক্ত চিকিৎসা সুনিশ্চিত করা, করোনা সংক্রমণ রুখতে উন্নত মানের টেস্ট করানোর ব্যবস্থা করা, উন্নত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা ইত্যাদি ।