Barak UpdatesHappeningsBreaking News
বাজপেয়ীর মূর্তি নির্মাণের কাজ চলছে, বসবে মধুরাপুলে
১২ সেপ্টেম্বর: অটলবিহারী বাজপেয়ীর মূর্তি তৈরির কাজ জোরকদমে চলছে৷ কলকাতায় নির্মিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমূর্তি৷ পরে তা শিলচরে নিয়ে আসা হবে৷ বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে নির্মিত ওই মূর্তি মধুরাপুল মহাসড়কের জিরো পয়েন্টে বসানো হবে৷ শুক্রবার পুনর্গঠিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, জেলা পর্যবেক্ষক বিশ্বরূপ ভট্টাচার্য, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডা. রাজদীপ রায়, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রমুখ৷
ওই বৈঠকে ২৫ ডিসেম্বর বাজপেয়ীর মূর্তি বসানোর প্রস্তুতি খতিয়ে দেখা হয়৷ সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত হয়৷ সেদিন প্রতি বুথে ৭০টি করে চারাগাছ লাগানো হবে৷