Barak UpdatesTourism

বাঙালি জাতীয়তাবাদের কথা বলে হিন্দু ঐক্যেরই ডাক দিলেন প্রদীপ

১৫ মার্চ: বাঙালির জন্য নানা দাবি, আক্ষেপের কথা শোনালেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়৷ ক্ষোভ ব্যক্ত করলেন, আসামে রাজ্যসভার অন্তত একটি আসনে বাঙালি প্রতিনিধি চূড়ান্ত  না হওয়ায়৷ তাঁর কথায়, ১৯৫৭ সাল থেকে দফায় দফায় আসামের বাঙালি প্রতিনিধি ছিলেন রাজ্যসভায়৷ এ বার তাতে যতি পড়ল৷ নাম উল্লেখ করে তিনি বলেন, এই আসনে ছিলেন সুরেশ দেব, মহীতোষ পুরকায়স্থ, নৃপতিরঞ্জন চৌধুরী, কমলেন্দু ভট্টাচার্য ও কর্ণেন্দু ভট্টাচার্য৷ এর পর এ রাজ্যের বাঙালির মধ্যে যেন আর যোগ্য মানুষ নেই! এ নিয়ে তাঁর মূল রাগ কংগ্রেস-এআইইউডিএফ জোট বেঁধে অজিত ভুইয়াকে প্রার্থী করায়৷ তাঁর আশঙ্কা, এই জোট একসময় আসামকে দ্বিতীয় পাকিস্তান বানিয়ে ছাড়বে৷ অজিত ভুইয়াকে তিনি এক নম্বরের সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন৷ প্রদীপবাবু বলেন, এই লোকটি সারা জীবন বাঙালির বিরুদ্ধে লড়ে গিয়েছেন৷ এখন তাঁকে সামনে রেখে গগৈ আর আজমল মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ একে তাঁদের দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker