Barak UpdatesHappeningsBreaking News

বাঘজানে কানাডা-আমেরিকার বিশেষজ্ঞদল

১৫ জুন: তিনসুকিয়ার বাঘজানের তেলকূপের আগুন নিভছেই না। এ বারে আগুন নিয়ন্ত্রণে আনতে কানাডা ও আমেরিকার বিশেষজ্ঞ দল এল অসমে। কোনও সমাধান বের করতে না পারায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছিল। কিন্তু সেই দলও আগুন নেভাতে ও লিকেজ বন্ধ করতে পুরোপুরি বিফল হয়। এবারে আসল কানাডা ও আমেরিকার ওপরই ভরসা করা হচ্ছে।

গতসপ্তাহে তিনসুকিয়া জেলার বাগজানেএকটি তেলের খনিতে আগুন লাগে৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে মৃত্য হয় অগ্নি নির্বাপক বাহিনীর দুই কর্মীরও। এতে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে ভরপুর ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান ও মাগুরি মোটাপাং জলাভূমি৷ আগুন লাগার ফলে এখনও পর্যন্ত ওএনজিসির ৬৩৮ মেট্রিকটন জ্বালানি তেল নষ্ট হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker