Barak UpdatesHappeningsSportsBreaking News
বাকসের নতুন সভাপতি রতন দেব, সচিব হাজামই
ওয়েটুবরাক, ২৭ আগস্টঃ বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-র কেন্দ্রীয় ও জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক রতন দেব। তিনি বাকসের জন্মলগ্ন থেকে সংগঠনের কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছেন। সচিব পদে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন রবি হাজাম। কোষাধ্যক্ষও বেদব্রত ব্যাানার্জিই পুনরায় মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে শতানন্দ ভট্টাচার্যকেই আগামী দুই বছরের জন্য বহাল রাখা হয়েছে। তিন জেলার তিন সহসভাপতি হলেন দেবাশিস সোম (কাছাড়), রাহুল চক্রবর্তী (হাইলাকান্দি) এবং জাকির হুসেন (করিমগঞ্জ)। সহসচিব তিনজন কাছাড়ের অভিজিত ভট্টাচার্য, হাইলাকান্দির জাকির হোসেন মজুমদার এবং করিমগঞ্জের যীশু শুক্লবৈদ্য। মুখপাত্র সায়ন বিশ্বাস। তাজ উদ্দিনকে নতুন তৈরি সোশ্যাল মিডিয়া ইনচার্জ পদে নিযুক্ত করা হয়। কার্যবাহী সদস্যরা হলেন শিলচরের রিতেন ভট্টাচার্য, বিকাশ দেব, সঞ্জয় রায়, হিমাংশু দে ও সঞ্জীব সিং, করিমগঞ্জ থেকে সঞ্জয় দাস ও সনু ভট্টাচার্য এবং হাইলাকান্দির শঙ্করী চৌধুরী ও অমিত রঞ্জন দাস।
প্রসঙ্গত, বাকসের সংবিধান অনুসারে কেন্দ্রীয় কমিটি গঠনের সঙ্গে সঙ্গে তিন জেলা কমিটি গঠনের কাজ অনেকটা এগিয়ে যায়। কারণ কেন্দ্রীয় কমিটির সহসভাপতিরাই জেলা কমিটিতে সভাপতি এবং কেন্দ্রীয় সহসচিবরা হন জেলা সম্পাদক বা জেলা সচিব।
আজ রবিবার বাকসের বার্ষিক সভা শিলচরে অনুষ্ঠিত হয়। শুরুতে তিন জেলা কমিটি নিজেদের কর্মকাণ্ডের কথা বিবৃত করেন। পরে রবি হাজাম তাঁর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। তিনিই পরে আয়-ব্যয়ের হিসেব সভায় পেশ করেন। স্বল্প আলোচনার পর সমস্ত সম্পাদকীয় প্রতিবেদন (মৌখিক ও লিখিত) সভার অনুমোদন লাভ করে।