NE UpdatesHappeningsBusinessBreaking News
বাকসা থেকে লেবু যাচ্ছে ব্রিটেনে
ওয়েটুবরাক, ১৮ জুলাই : ব্রিটিশদের খাবার পাতে মিলবে অসমের লেবুর রস-স্বাদ-গন্ধ৷ ৩০ টাকা কেজি দরে অসম থেকে ৮০ টন লেবু ব্রিটেনে রফতানি করা হচ্ছে৷ প্রথম চালান হিসাবে ৬০০ কেজি লেবু শুক্রবার বাকসা জেলার শালবাড়ি থেকে রওয়ানা হয়৷ গুয়াহাটি, দিল্লি হয়ে যাবে লন্ডনে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেন, “লেবু রফতানিতে রাজ্যের কৃষিক্ষেত্রে নতুন আশার আলো দেখা দিয়েছে৷” তাঁর এই টুইটের জবাবে অনেকে লেবু রফতানিতে আগ্রহ দেখিয়েছেন৷ তাঁরা লিখেছেন, তাঁদের এলাকাতেও প্রচুর লেবু উৎপাদন হয়৷ একই পদ্ধতিতে সেগুলিও রফতানির উদ্যোগ নিলে গ্রামের মানুষ উপকৃত হবেন৷ কেউ কেউ অন্যান্য কৃষিসামগ্রী রফতানিরও পরামর্শ দেন৷