Barak UpdatesHappenings
বাংলা সাহিত্য সভার আন্তর্জাতিক মাতৃভাষা পালন
ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : বাংলা সাহিত্য সভা অসমের শিলচর সমিতি মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্থানীয় শিশুতীর্থ স্কুলের মিলনায়তনে পালন করেছে। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিশুতীর্থের শিক্ষিকা শাশ্বতী, মৌমিতা, সাধনা, সুদর্শনা প্রমুখ। প্রথমে তাঁরা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি পরিবেশন করেন। এরপর তাঁরা গান রবীন্দ্র সংগীত বাংলার মাটি বাংলার জল।তাঁদের সঙ্গীত পরিবেশন উপযুক্ত আবহ তৈরি করতে সক্ষম হয়।
রামকৃষ্ণনগর শাখার সভাপতি অসিত চক্রবর্তী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। কবিতা আবৃত্তি করে শোনান অরুণজ্যোতি গুপ্ত এবং অভ্রাংশু ভট্টাচার্য। সভাপতি সমরবিজয় চক্রবর্তীর ভাষণের পর রাজ্য যৌথ সম্পাদক সন্দীপন দত্তপুরকায়স্থ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সংক্ষিপ্ত হলেও মনোজ্ঞ হয়ে ওঠে।