NE UpdatesHappeningsBreaking News
বাংলা সাহিত্য সভার অনুষ্ঠানে সংবর্ধিত একঝাঁক গুণী, এলেন হিমন্তের মা মৃণালিনীও
গুয়াহাটি, ২৭ মার্চ ঃ দু’দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলা সাহিত্য সভা অসমের রাজ্য প্রতিনিধি সম্মেলন। দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকজনকে সংবর্ধনা জানানো হয়। সুদর্শন গুপ্ত স্মৃতি মঞ্চে এ দিন দীপঙ্কর গঙ্গোপাধ্যায় জীবন জোড়া স্মৃতি কৃতিত্ব সম্মানে ভূষিত করা হয় ড. দীপক সেনকে। সমরেন্দ্র শর্মা স্মৃতি জীবন জোড়া সমন্বয় সম্মান প্রাপক হলেন বিশিষ্ট মঞ্চাভিনেতা ও পরিচালক কুলদা কুমার ভট্টাচার্য। অনুরাধা শর্মা পূজারি পান আই সুব্রতা বরুয়া স্মৃতি বিশেষ মৈত্রী সম্মান পুরস্কার।
অন্যান্য পুরস্কার প্রাপকদের মধ্যে বিরাজমোহন দাস স্মৃতি বিশেষ শিক্ষাব্রতী সম্মান পেয়েছেন ড. পান্নালাল গোস্বামী, ডাঃ হরিপদ-কুঞ্জলতা চক্রবর্তী স্মৃতি বিশেষ শিক্ষাব্রতী সম্মান পেয়েছেন বিশিষ্ট চিকিতসক ডাঃ কুমার কান্তি দাস, গোপীকান্ত নীহারবালা চক্রবর্তী স্মৃতি বিশেষ নাট্যশিল্পী সম্মান পান প্রদ্যোত চক্রবর্তী, প্রাঞ্জল শইকিয়া পেয়েছেন শ্যামল বরণ মুখোপাধ্যায় স্মৃতি বিশেষ শিল্পী সম্মান, জয়ন্ত কুমার নাথ স্মৃতি বিশেষ শিল্পী সম্মান দেওয়া হয় পুলক ব্যানার্জিকে, বরুণ কুমার আচার্য স্মৃতি বিশেষ সমাজ সেবিকা সম্মান পান গীতা দে এবং মন্টু গুপ্ত স্মৃতি বিশেষ সমাজসেবী ও ক্রীড়া সংগঠক সম্মান পেয়েছেন দেবব্রত চৌধুরী। প্রত্যেক পুরস্কার প্রাপকের হাতে শংসাপত্র, স্মারক, গ্রন্থ ও সাম্মানিক অর্থরাশি তুলে দেওয়া হয়।
এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার মা মৃণালিনী দেবী। তাঁকে বাংলা সাহিত্য সভা অসমের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। এরপর এই আয়োজনকে ঘিরে তিনি তাঁর অনুভব ব্যক্ত করেন। এছাড়া এই অনুষ্ঠানে মার্ঘেরিটার সাংসদ পবিত্র মার্ঘেরিটাকেও এ দিন সম্মান জানানো হয়েছে।