NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

Naga militant nabbed from Silchar airport, recovered ransom ₹ 3 lakh
বিমান থেকে নামতেই গ্রেফতার নাগা জঙ্গি, উদ্ধার মুক্তিপণের ৩ লক্ষ

২৭ ফেব্রুয়ারি: দুই নাগা জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্কিন নির্মিত পিস্তল ও ৩ লক্ষ টাকা৷ ওই টাকা মণিপুরের তামেংলঙে এক অপহৃতের মুক্তিপণ বাবদ আদায় করা হয়েছিল৷

Rananuj

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার আসাম রাইফেলস ও সিআরপিকে সঙ্গে নিয়ে পুলিশ জিরিঘাটের রামগাইজাঙ এলাকায় অভিযান চালায়৷ গ্রেফতার করা হয় জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের এক ক্যাডারকে৷ ধৃতের নাম পউথইলঙ গাঙমেই৷ বাড়ি নাগাল্যান্ডে৷ তার কাছ থেকে একটি মার্কিন নির্মিত পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়৷ গাঙমেইকে জেরা করেই পুলিশ আরেক জঙ্গির কলকাতা থেকে আসার কথা জানতে পারে৷ দ্রুত ব্যবস্থা নেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস৷ শিলচরে নামতেই পুলিশ বিমানবন্দর থেকে ধরে নিয়ে যায় কাছাড় জেলার জিরিঘাটের বাসিন্দা রিখি পাউজোয়ামকে৷ তার ব্যাগে পাওয়া যায় তিন লক্ষ টাকা৷

কিন্তু মুক্তিপণের অঙ্কে দুই জঙ্গির কথায় গড়মিল রয়েছে৷ পুলিশের অনুমান, আরও কোথাও টাকা রয়ে গিয়েছে৷ জিজ্ঞাসাবাদ চলছে৷ কিন্তু কাকে অপহরণ করা হয়েছিল, মুক্তিপণ দেওয়ার পরও অপহৃতের মুক্তি মিলল কিনা জানার চেষ্টা করছেন জগদীশবাবুরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker