Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ : সংখ্যাগুরুরা দায় এড়াতে পারেন না, বলল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
ওয়েটুবরাক, ১৭ অক্টোবর : দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের কুমিল্লা ও তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে যে বীভৎস সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেল, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয়েছে৷ বাংলাদেশ সরকারের কাছে প্রকৃত সত্য উদঘাটন ক্রমে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানান তাঁরা৷ সঙ্গে সংখ্যালঘুদের জীবন-জীবিকার সুদৃঢ় নিরাপত্তা প্রদানেরও আর্জি জানায়।
মঞ্চের সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, “সংখ্যালঘুদের সাংস্কৃতিক-সামাজিক-গণতান্ত্রিক অধিকার রক্ষার দায় সেই দেশের সংখ্যাগুরু মানুষ এবং সরকারের৷ এ দায় তারা এড়িয়ে যেতে পারেন না।”
বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক কর্মীদের কাছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আবেদন, তারা রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক- ধর্মনিরপেক্ষ-প্রগতিশীল বাংলাদেশের সাংস্কৃতিক অর্জন করেছিলেন তাকে রক্ষা করতে তাঁরা যেন ঝাঁপিয়ে পড়েন ৷