India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ জুড়ে বিক্ষোভের আগুন, প্রতিবাদকারী শিক্ষার্থীদের রক্ষা করতে বলল রাষ্ট্রসংঘ
ওয়েটুবরাক, ১৭ জুলাই: কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে বিক্ষোভে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো। বুধবারও বিভিন্ন স্থানে সংঘর্ষ বেঁধেছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাস ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।এরই মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাল রাষ্ট্রসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা বাংলাদেশের আন্দোলন সম্পর্কে অবগত। গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।
রাষ্ট্রসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, যে কোনও হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে তরুণ, শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মতো যাদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে, বাংলাদেশ সরকারের উচিত এদের অধিকার নিশ্চিত করা। এর পরই তাঁর মন্তব্য, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ করা মানুষের মৌলিক মানবাধিকার।’