Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে চিঠি পাঠালেও রিয়ার দেহ ভেসে উঠল বদরপুরেই
২৩ ফেব্রুয়ারি: তিনদিন পরে আজ মঙ্গলবার ভোরে ভেসে উঠল রিয়া এস পাইরতুর দেহ৷ এসডিআরএফ দুইদিন ধরে খোঁজাখুজির পরে হাত তুলে দিলেও রিয়ার পরিবারের সদস্যরা বরাক নদীর তীরে বসে থাকেন৷ আচমকা ভোর ৪টা নাগাদ বদরপুরেই একটি দেহ ভেসে যেতে দেখেন তাঁরা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পরে তাকে মিশন রোড ঘাটে তুলে আনা হলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন, এ রিয়ারই দেহ৷
এসডিআরএফ দুদিন নদীতে তল্লাশি চালিয়েও খুঁজে না পাওয়ায় অনুমান করা হচ্ছিল, জলস্রোত তাকে বাংলাদেশে নিয়ে গিয়েছে৷ জেলাশাসক আনবামুথান এমপি তাই সোমবার বিকালে চিঠি পাঠান সিলেটের জেলাশাসক ও জকিগঞ্জের মহকুমাশাসককে৷ এ বার বদরপুরে রিয়ার দেহ উদ্ধারের দরুন প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যের আর প্রয়োজন পড়ছে না৷
তবে তাঁর মৃত্যু বহু প্রশ্ন উসকে দিয়েছে৷ প্রশ্ন উঠেছে বদরপুরের সেন্ট জোশেফ স্কুলের দায়দায়িত্ব নিয়েও৷ একটি আবাসিক স্কুল খুলে দিল, কিন্তু তাতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়নি৷ নেই উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষার ব্যবস্থাও৷ নইলে ১০-১১ বছরের শিশুরা নদীতে কী করে স্নান করতে চলে যায়?