Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের বিদেশমন্ত্রীকে শিলচরে ভিসা অফিস স্থাপনের দাবি জানাল সিআরপিসি
ওয়েটুবরাক, ৯ অক্টোবর : শিলচরে বাংলাদেশ সরকারের একটি ভিসা কার্যালয় খোলার জন্য ফের দাবি তুললো নাগরিক অধিকার রক্ষা কমিটি (সিআরপিসি)। ইন্ডিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিয়নাল স্টাডিজের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সিলেট -শিলচর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাগরিক অধিকার রক্ষা কমিটির সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ এবং সম্পাদক মিলন উদ্দিন লস্কর শুক্রবার গ্র্যান্ড সিলেট হোটেলে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে এক স্মারকলিপি তুলে দিয়ে এই দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অসমের বরাক উপত্যকার তিন জেলার বহু মানুষের শেকড়ের সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে। তারা নিজেদের আত্মীয়স্বজনদের সাথে দেখাশোনা করতে প্রায়ই বাংলাদেশ সফর করে থাকেন। এছাড়াও এই অঞ্চল দিয়ে উভয় দেশের মধ্যে পণ্য আমদানি ও রফতানি হয়ে থাকে। ইদানীং বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলিতে বরাক উপত্যকার অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসেন। কিন্তু তাদের কাছাকাছি ভিসা সংগ্রহের অফিস বললে গুয়াহাটি ও আগরতলা৷ ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের অপ্রতুলতার দরুণ বরাক উপত্যকার মানুষকে আগরতলা বা গুয়াহাটিতে গিয়ে ভিসা সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে পড়ে।
স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে, গত বছর শিলচরে অনুষ্ঠিত প্রথম শিলচর- সিলেট উৎসবে ভিসা অফিস ও শিলচর-সিলেট বাস সার্ভিস চালু করার জন্য বিদেশমন্ত্রী আশ্বাসও দিয়েছিলেন। স্মারক পত্র গ্রহণ করে বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেন জানান, উভয় দাবি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র৷ প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ২৮ লক্ষ মানুষ চিকিৎসা এবং কেনাকাটায় ভারতে যান। তাই উভয় দেশের মধ্যে ভিসামুক্ত সফরের পক্ষে তিনি। বর্তমান শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় এলে এই দাবি নিয়ে তাঁরা ভারত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় একে প্রধান এজেন্ডা করে বৈঠকে বসবেন।