India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশিদের চিকিৎসা না করতে বেসরকারি হাসপাতালগুলোকে জয় রাধে সেবা সমিতির আর্জি

ওয়েটুবরাক, ৭ ডিসেম্বর: বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা পদদলিত করে সে দেশের একাংশ নাগরিক বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে চলেছে। প্রতি মুহূর্তে তাঁরা ভারত বিরোধী জিগির তুলছে। এই অভিযোগ করে শিলচরের জয় রাধে সেবা সমিতি আসামের সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে বাংলাদেশি নাগরিকদের কোনও ধরনের স্বাস্থ্য সেবা না দিতে আর্জি জানায়। ডাক্তারদের প্রতিও একই অনুরোধ জানান তাঁরা। শনিবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা বলেন, এই অবস্থায় এদের প্রতি মানবিকতা প্রদর্শনের আর কোনও জায়গা বেঁচে নেই। ভারতের পতাকা পা মাড়াবে আবার ভারতে এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করবে, তা মেনে নেওয়া যায় না। দুষ্কৃতীদের কোনও ধর্মীয় পরিচিতি হয় না, এই মন্তব্য করেও তাঁরা বলেন, তবে সে দেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, সেই নির্যাতিত বাংলাদেশিদের চিকিতসা প্রদানে তাঁদের আপত্তি নেই।
সমিতির সভাপতি জয়দীপ চক্রবর্তী বাংলাদেশের মানুষের এমনসব আচরণের ধিক্কার জানান এবং মহম্মদ ইউনুসের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁর কথায়, বাংলাদেশে যে সব ঘটনা ঘটে চলেছে, সে সবের প্রতিবাদে ভারত থেকে একটা শক্ত বার্তা যাওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন তিন সহসভাপতি গৌরব চন্দ, সুবীর ধর ও গৌতম রায়, সাধারণ সম্পাদক মৌসুমী অধিকারী, সহ সম্পাদক মৃণাকা সাহা, কোষাধ্যক্ষ দেবলীনা পাল প্রমুখ।