Barak UpdatesHappeningsBreaking News
বহিষ্কার তুলে নিয়ে বড়খলায় টিকিট দিতে কংগ্রেসকে রুমি নাথের আর্জি
৯ ফেব্রুয়ারিঃ কয়েকমাস আগেও নিজেকে বিজেপি অনুগত বলে দাবি করে পদ্ম-প্রতীকে লড়াইর জন্য দিল্লি-গুয়াহাটি দৌড়ঝাঁপ করেছেন। প্রত্যাখ্যাত হয়ে আজ মঙ্গলবার চাইলেন কংগ্রেসের মনোনয়ন। প্রদেশ কংগ্রেসের কাছে একই সঙ্গে দুই আর্জি রেখেছেন দুইবারের বিধায়ক ডা. রুমি নাথ। প্রথম আর্জি, দলবিরোধী কাজের জন্য তাঁকে যে সাসপেনশন করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হোক। দ্বিতীয়ত, বড়খলায় তাঁকে ফের দলের প্রার্থী করা হোক।
এর সত্যতা স্বীকার করে প্রাক্তন সংসদীয় সচিব ডা. নাথ বলেন, জনগণের দাবি মেনেই তাঁকে ফের টিকিট চাইতে হচ্ছে। আর টিকিট দিতে গেলে আগে তাঁর সাসপেনশন প্রত্যাহার করতেই হবে। তিনি আশাবাদী, বড়খলা জেতার জন্য কংগ্রেস তাঁর আর্জি মঞ্জুর করবে।
এ দিকে, তাঁর আবেদনের খবর চাউর হতেই কংগ্রেসিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একদল মনে করছেন, রাজনীতিতে আগের কথা এত খেয়াল রাখলে চলবে না। আসন জেতাটা হচ্ছে আসল কথা। রুমি নাথ সে জায়গায় সফল হবেন বলেই তাঁদের দাবি। কিন্তু আরেকটি বড় অংশ রুমিকে ফেরানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন। তাঁদের কথায়, দলের প্রতি ডা. নাথের ন্যূনতম আনুগত্য নেই। নইলে এতদিন বিজেপির টিকিটের জন্য ঘুরতেন না। তাঁরা রুমি নাথের সাম্প্রতিক নানা সাক্ষাতকার, পেপার কাটিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন।
দল অবশ্য এখনই সরকারিভাবে মুখ খুলতে নারাজ।