NE UpdatesHappeningsBreaking News
বর্ষীয়ান কংগ্রেস নেতা শরত বরকটকী প্রয়াত
গুয়াহাটি, ৩০ অক্টোবর ঃ প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা শরত বরকটকী রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৮ বছর। গত ১৬ অক্টোবর থেকে তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে পড়েছিল। ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত ৫ বার তিনি সোনারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি একসময় আসাম সরকারের শিক্ষা ও পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি বিজেপি প্রার্থী তপন কুমার গগৈর কাছে পরাজিত হয়েছিলেন।
সোনারি তথা চরাইদেও জেলার উন্নয়নে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চরাইদেও মহকুমাকে জেলা হিসেবে গঠন করায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিজেপি বিধায়কও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির বর্তমান কোষাধ্যক্ষ শরত বরকটকীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সাংসদ কুইন ওঝা, সাংসদ গৌরব গগৈ সহ বিভিন্ন দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। শোক ব্যক্ত করেছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীও।