Barak UpdatesHappeningsBreaking News
বর্ষার আগে বাঁধ, স্লুইসগেট মেরামতির আর্জি প্রবীণ নাগরিকদের
ওয়েটুবরাক, 22 ফেব্রুয়ারিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইসগেট মেরামতির জন্য সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন। সেই সঙ্গে শিলচর শহরের আবর্জনাপূর্ণ বাচাই খাল, রাঙ্গির খাল, লঙ্গাই খাল, সিঙির খাল পরিষ্কার করে প্রস্ত ও গভীরতা বৃদ্ধি করার উপর আশু গুরুত্ব দিতেও অনুরোধ জানিয়েছেন।
তাঁদের কথায়, প্রজেক্ট রিপোর্ট তৈরি ও অর্থ বরাদ্দই শেষ কথা নয়। যথাসময়ে কাজ সম্পন্ন না হলে শিলচর শহর বৃষ্টির জলে ডুববে, নদীর জলে প্লাবিত হবে। প্রবীণ নাগরিকরা এও উল্লেখ করেন, শিলচরের নাগরিকরা অত্যন্ত শান্তিপ্রিয়, দিল্লি ও দিসপুরে যথাক্রমে সাংসদ ও বিধায়ক শাসক দলের, তারা বিপুল ভোটে জিতেছেন। তবুও কেন সরকার শিলচর বাসীদের প্রতি অবহেলা করছেন!
২০২২ সালের প্রলয়ংকরী বন্যার পর আসামের রাজস্ব বিভাগ ক্ষয়ক্ষতির কোনও জরিপ করেনি। গত একশ বছরের বন্যাগুলোর মধ্যে এই বন্যা ছিল অন্যতম বৃহৎ। অথচ ব্যক্তিগত, সামূহিক, সরকারি প্রভৃতি ক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির কোনও জরিপ হল না, বন্যার সময় কিছু রিলিফ বন্টন ছাড়া প্রায় নিঃস্ব হওয়া ছাত্র, শ্রমিক, ছোট ব্যবসায়ীদের ছিটেফোঁটা অর্থসাহায্যও দেওয়া হল না। অতীতে প্রাকৃতিক দুর্যোগের পর সরকার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু ২০২২ সালের বন্যার পর শিলচরবাসীদের অভিজ্ঞতা অন্যরকম হল বলে প্রবীণদের খেদ।