NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের বাংলা পরীক্ষাও এবার অনলাইনে, শুরু শুক্রবার
August 11, 2021
ওয়েটুবরাক, ১১ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় পরিচালিত অসম সরকার অনুমোদিত বাংলা ডিপ্লোমা পাঠ্যক্রমের চলতি ২০২১ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা আগামী ১৩ ও ১৪ আগস্ট (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হচ্ছে। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মোট ২০৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছেন । কোভিড বিধি মেনে এবারের পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে।
দূর শিক্ষাকেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জীব দেবলস্কর জানিয়েছেন, দু দিনই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের প্রাক্কালে পরীক্ষার্থীদের নিবন্ধিকৃত মোবাইল যোগে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে বসেই দূর-শিক্ষাকেন্দ্রের পর্যবেক্ষণে থেকে এ পরীক্ষা দেবেন। ৬টা ১৫ মিনিটে পরীক্ষার্থীরা নিজস্ব মোবাইলের মাধ্যমে উপস্থিতি দিয়ে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবেন৷ পরীক্ষা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র প্রথমে স্ক্যান করে প্রদত্ত ই-মেলে প্রেরণ করবেন৷ এর অব্যবহিত পরে হাতে লেখা খাতাগুলো সিল করা খামে ঢুকিয়ে নিজস্ব সুবিধামতো ‘বঙ্গভবন’, শিলচর-৭৮৮০০১ -এ ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠিয়ে দেবেন । এক সপ্তাহের মধ্যে তা শিলচর বঙ্গভবনে দূরশিক্ষা কেন্দ্রের কার্যালয়ে পৌছতে হবে। স্থানীয় পরীক্ষার্থীরা সিল করা খাম কার্যালয়ে এসে জমা দিতে পারবেন।
চলতি ২০২১ সালের চতুর্থ শিক্ষাবর্ষ এবং সঙ্গে দ্বিতীয় শিক্ষাবর্ষের পড়ুয়াদের বকেয়াপত্রের পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ১১ আগস্ট সন্ধ্যা থেকে ইন্টারনেট লিঙ্কে উপলব্ধ হবে। নিজেদের নম্বর দেখে পরীক্ষার্থীরা তা ডাউনলোড করে নিতে পারবেন।
বরাক বঙ্গের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, তৃতীয় শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টার তথা চূড়ান্ত পরীক্ষা ওই একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে আগামী ২৮ এবং ২৯ আগস্ট শনিবার ও রবিবার । একইসঙ্গে এটাও জানানো হয়েছে, অসম সরকার অনুমোদিত এ পাঠক্রমের পঞ্চম-শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ আগস্ট থেকে। ওই দিন সম্মেলনের নিজস্ব ওয়েবসাইটে(http:// barakupatyakabangasahitya.com) ভর্তি ফর্ম এবং প্রস্পেক্টাস প্রকাশিত হবে। ইচ্ছুক প্রার্থীরা ডাউনলোড করে তা অন-লাইনে জমা দিতে পারবেন।