Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের প্রতিষ্ঠা দিবসে তিন প্রবীণ সদস্যকে সংবর্ধনা
ওয়েটুবরাক, ৮ জানুয়ারিঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৪৭-তম প্রতিষ্ঠা দিবস রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপত্যকা জুড়ে পালিত হয়৷ শিলচর বঙ্গভবনেও এ দিনটি মর্যাদার সঙ্গে উদযাপন হয়৷ সকাল ১০টায় সংস্থার পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর। সংগঠনের তিন প্রবীণ সদস্য প্রাক্তন কেন্দ্ৰীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্ৰীয় সহসভাপতি শ্যামলকান্তি দেব ও সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতির প্রাক্তন সভাপতি তাজ উদ্দিন বড়ভূইয়াকে সংবর্ধনা জানানো হয় । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত অধ্যাপক ড. তন্ময় বীর। তিনি দেশের বিভিন্ন প্রান্তের বাঙালিদের যন্ত্রণার কথা তুলে ধরেন৷ খোদ কলকাতাতেও যে এখন আর বাংলা শোনা যায় না, সে কথার উল্লেখ করে আক্ষেপ ব্যক্ত করেন তিনি৷
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠালগ্নের দিনগুলির কথা টেনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুলও৷