Barak UpdatesIndia & World UpdatesBreaking News

Administration alert so that no coronavirus affected people can cross Karimganj border
করিমগঞ্জ সীমান্ত দিয়ে যেন করোনা আসতে না পারে, সতর্ক প্রশাসন

৬ ফেব্রুয়ারি: করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনও৷ বাংলাদেশ ঘেষা বলে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷ কারণ বাংলাদেশে চিনের বেশকটি প্রকল্প রয়েছে৷ সেখানে চিনাদের আনাগোনা লেগেই থাকে৷ তাই করিমগঞ্জ সীমান্ত দিয়ে যারাই বাংলাদেশ থেকে ভারতে আসছেন, তাদের খুব ভাল করে পরীক্ষা করা হচ্ছে৷

২৭ জন চিকিৎসক এবং ১৫ জন প্যারা মেডিক্যাল কর্মীকে নিয়ে করোনা মোকাবিলায় টিম গঠন করা হয়েছে৷ তাঁদের সুতারকান্দি এবং কালীবাড়ি বাজার দুই পাসপোর্ট চেকিং পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কাউকে সন্দেহভাজন মনে হলেই তাঁরা প্রথমে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠাবেন৷ সেখানে ৫টি শয্যা পৃথকভাবে রাখা হয়েছে৷ প্রয়োজনে পরে পাঠানো হবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি জানান, চিন, হংকং, নেপাল, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সফর করে কেউ ফিরছেন কিনা মেডিক্যাল টিম প্রথমে সেটাই খতিয়ে দেখছেন৷ কেউ ওইসব দেশ থেকে বাংলাদেশ হয়ে ফিরলে ভালো করে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে৷ সতর্ক করা হয়েছে বিএসএফ-কেও৷ তারাও খোঁজ নিচ্ছেন ভারতে ঢোকার আগে এঁরা কোন কোন জায়গা ঘুরে এসেছেন৷ একইভাবে বাংলাদেশে যাওয়ার সময় চিনাদের থেকে দূরে থাকতে বুঝিয়ে বলা হচ্ছে৷

জেলাশাসক বিডিও-দের ডেকেও এ নিয়ে সভা করেন৷ আতঙ্ক যেন না ছড়ায়, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি সচেতনতামূলক সভা করতে বলা হয়েছে তাঁদের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker