Barak UpdatesHappeningsBreaking News
বরাকে জল কমে দুপুর ১টায় ১৭.৩১ মিটার
ওয়ে টু বরাক, ১৯ জুন ঃ কখনও জল বাড়ছে, আবার কয়েক ঘণ্টা কমছে। এভাবে বরাক নদীতে জলস্তরে বাড়া-কমার খেলা চলছে। গতকাল রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জল ১ সেমি করে বেড়েছে। এভাবে ১৭.৪৫ মিটার থেকে বেড়ে দাঁড়িয়েছিল ১৭.৪৮ মিটার। এরপর ভোর ৫টায় ঘণ্টাখানেক স্থিতাবস্থায় ছিল জলস্তর। কিন্তু সকাল ৬টা থেকে নদীর জলস্তর ১-৩ সেমি করে কমছে। এখন পর্যন্ত প্রায় ১৭ সেমি কমেছে বরাকের জল। শেষ পাওয়া খবরে দুপুর ১টায় অন্নপূর্ণাঘাটে জলস্তর ছিল ১৭.৩১ মিটার।
তবে সকাল থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। ফলে আতঙ্কও শুরু হয়েছে। এভাবে একনাগাড়ে বৃষ্টি দিলে বিকেলের দিকে জলস্তর যে বেড়ে যাবে, তা প্রায় নিশ্চিত। এর পাশাপাশি জমা জলও ঘিরে ধরবে গোটা শহরকে।