Barak UpdatesHappeningsBreaking News

বরাকে জল কমছে, চানমারি রোডে মৃতদেহ উদ্ধার

ওয়েটুবরাক, ২৫ জুন : অন্নপূর্ণাঘাটে বরাকের জল নামছে৷ রাত তিনটা থেকে নাগাড়ে এক-দুই সেন্টিমিটার করে কমছে৷ শনিবার সকাল আটটা পর্যন্ত আট সেমি জলস্তর এখন দাঁড়িয়েছে ২১.৩৬ মিটারে৷
এ দিকে, চানমারি রোডে তারাপুর গার্লস এমই স্কুলের সামনে শনিবার ভোরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়৷ মাঝবয়সী এই পুরুষ দেহটি কার, এখনও শনাক্ত করা যায়নি৷ কী করে মারা গেলেন, তাও অজ্ঞাত৷
কিছু কিছু এলাকায় জল একটু নামলেও শ্যামাচরণ আশ্রম রোড, পাবলিক স্কুল রোড, চণ্ডীচরণ রোড সহ শহরের বেশ কিছু জলস্রোত একেবারে আগের মত৷ ভয়াবহতর অবস্থার দরুন মানুষ চরম দুর্ভোগে৷ অধিকাংশ ঘরে খাবার, পানীয় জল নেই৷ অনেকে অর্ধাহারে, কেউ কেউ অনাহারে দিন কাটাচ্ছে৷ নিজের সমস্যায় কাউকে ডাকারও সুযোগ নেই৷ বিদ্যুৎ না থাকায় মোবাইলের চার্জ ফুরিয়ে কবে থেকে সেগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে৷ জলস্রোতের দরুন সরকারি-বেসরকারি কোনও কেউ জল বা ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছাতে পারছে না৷
এর মধ্যে চলছে জেইই (ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য ভর্তি পরীক্ষা) পরীক্ষা৷ ছাত্রছাত্রীরা নিজেদের এলাকা থেকে বেরিয়ে শিলচর এনআইটিতে পৌঁছাতে পারছে না৷ অসহায় পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker