NE UpdatesHappeningsBreaking News
খনিজ সম্পদের বাণিজ্য দেখতে বরাকে আসছেন মন্ত্রী যোগেন-বিমল
ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি: বরাক উপত্যকায় খনিজ সম্পদের বাণিজ্য খতিয়ে দেখতে শুক্রবার খনি ও খনিজ সম্পদ মন্ত্রী যোগেন মহান এবং শক্তি, সাংস্কৃতিক পরিক্রমা, পর্যটন এবং ক্রীড়া মন্ত্রী বিমল বরা দুই দিনের সফর সূচি নিয়ে বরাকে আসছেন। মন্ত্রীদ্বয় দুপুর সাড়ে বারোটায় করিমগঞ্জে চেম্বার অফ কমার্স, রাজনৈতিক দলের কর্মকর্তা, প্রবীণ নাগরিক, স্থানীয় শিল্পপতি, চা বাগান কর্তৃপক্ষ এবং ইটভাটাগুলির প্রতিনিধিদের সঙ্গে খনিজ সম্পদের বাণিজ্য নিয়ে এক বৈঠকে মিলিত হবেন।
এরপর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় হাইলাকান্দিতে দুইমন্ত্রী অনুরূপ বৈঠকে অংশ নিয়ে শিলচর ফিরে আসবেন। শিলচরে রাত কাটিয়ে শনিবার সকাল ১০ টায় দুই মন্ত্রী এখানেই একই ধরনের আরেকটি বৈঠকে মিলিত হবেন। এরপর স্থানীয় কার্যসূচিতে যোগ দিয়ে শনিবার দুপুরে দুই মন্ত্রী গুয়াহাটি চলে যাবেন।