Barak UpdatesHappeningsBreaking News
বরাকের শারদ পত্রিকার প্রদর্শনী ও বিপণনে বরাক বঙ্গের অনুষ্ঠান শনিবার
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : “উগ্র প্রাদেশিকতাবাদ যখন ভাষিক আগ্রাসনের মাধ্যমে বহুত্ববাদী সংস্কৃতিতে কুঠারাঘাত করে অন্য ভাষিক গোষ্ঠীর সাংবিধানিক অধিকারকে অস্বীকার করে তখন প্রয়োজন হয় সম্মিলিত প্রতিরোধের। সম্মিলিত প্রতিরোধ মানেই কেবল মিছিল-মিটিং-স্লোগান নয়, সম্মিলিত প্রতিরোধ মানে অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রাখা৷” এই মন্তব্য করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম জানান, সময়ের এই কালবেলায় দাঁড়িয়েও এবছর এই উপত্যকা থেকে অত্যন্ত উন্নতমানের অসংখ্য শারদীয় পত্রিকা প্রকাশিত হয়েছে। সময়ের প্রত্যাহ্বানকে মেনে নিয়ে যে সব সম্পাদক বা প্রকাশকেরা এই কাজ করে যাচ্ছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে তাঁদের আন্তরিকতা ও দায়বদ্ধতাকে কুর্নিশ জানাতে আগামী শনিবার সন্ধ্যা পাঁচটায় বঙ্গভবনের চতুর্থতলের সভাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি প্রকাশিত পত্রিকার প্রদর্শনী এবং বিপণনেরও ব্যবস্থা করা হবে।
সে দিন প্রথম পর্বে প্রয়াত কবি বিজয়কুমার ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে৷ দ্বিতীয় পর্বে হবে মূল অনুষ্ঠান। সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম উপত্যকার সব সাহিত্য অনুরাগী লেখক, পাঠক, সম্পাদক ও প্রকাশকদের কাছে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করতে অনুরোধ করেছেন।
শান্তশ্রী বলেন, ভাগ্যবিড়ম্বিত বরাক উপত্যকা রাজনৈতিক পাশাখেলায় বিপর্যস্ত এবং নির্বাসিত। নীরব অভিমানে এই উপত্যকার বাঙালিরা নিজস্ব ভুবন নির্মাণ করে সুখে ও শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু ক্ষমতার অলিন্দে বিচরণ করা ব্যক্তিদের এটা পছন্দের নয়। তাই প্রতিনিয়ত আক্রমণে এবং প্রতি আক্রমণে এই উপত্যকার বাঙালিদের সাংস্কৃতিক অস্তিত্ব প্রতিনিয়ত বিপন্ন থেকে বিপন্নতর হচ্ছে। এর মধ্যেও যারা একক অথবা সম্মিলিত প্রচেষ্টায় বাংলা সাহিত্য চর্চার বহমানতা বজায় রেখেছেন তাঁরা আমাদের সম্পদ। কোনও সরকারি অনুদান এবং বিজ্ঞাপন ছাড়া এই দুর্মূল্যের বাজারে কোনও পত্রিকা প্রকাশনার প্রায় অসম্ভব কাজকে তাঁরা সম্ভব করে দেখিয়েছেন।