Barak UpdatesHappeningsBreaking News
বরাকের তিন জেলার কৃতী পড়ুয়াদের স্কুটি তুলে দিলেন মন্ত্রী পীযূষ
ওয়ে টু বরাক, ৩০ নভেম্বর : অসমের উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বরাক উপত্যকার তিন জেলার উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের ড. বাণীকান্ত কাকতি স্মৃতি মেধা পুরস্কার হিসেবে স্কুটি তুলে দিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। এই প্রকল্পের আওতায় বরাকের তিন জেলার ২৯৩৪ জন কৃতী ছাত্রছাত্রী স্কুটি পেয়েছেন। শিলচর নরসিং স্কুলের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে পড়ুয়াদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই স্কুটি বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের বিষয়েও আলোকপাত করেন তিনি।
স্বাগত ভাষণে কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝাঁ “ড. বাণীকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড” প্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং বলেন, কাছাড়ের ১,২৩১ জন মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ১০৩৭ হচ্ছে ছাত্রী এবং ১৯৪ ছাত্র। অনুরূপভাবে করিমগঞ্জ জেলার ১২৪৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১০৪২ ছাত্রী এবং ২০৭ ছাত্র, হাইলাকান্দি জেলার ৪৫৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩৮৪ জন ছাত্রী এবং ৭০ ছাত্র।
এ দিন অনুষ্ঠানে অনুষ্ঠানে বিধায়কদের মধ্যে দীপায়ন চক্রবর্তী, কৌশিক রাই, খলিল উদ্দিন মজুমদার, মিহিরকান্তি সোম, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা প্রমূখ প্রাসঙ্গিক বক্তব্য সহ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করে তুলতে শিক্ষার মান উন্নয়ন, স্কুটার ব্যবহার করাকালীন হেলমেট, লাইসেন্স ইত্যাদির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।