Barak UpdatesHappeningsBreaking News
বরাকের জল নামল বিপদসীমার নিচে
ওয়ে টু বরাক প্রতিবেদন, ৫ জুলাই ঃ শিলচর শহরবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে বরাকের জল নামল বিপদসীমার নিচে। রাত ১১টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বিপদসীমা থেকে নেমে বরাকের জল দাড়িয়েছে ১৯.৮০ মিটার। এখন বরাকের জল নামছে ঘণ্টায় ৩ সেন্টিমিটার করে। এর আগে রাত ১০টায় অন্নপূর্ণাঘাটে নদীর জল বিপদসীমা ছুয়ে ১৯.৮৩ মিটারে দাঁড়িয়েছিল। সে সময় জল কমার গতি ছিল ঘণ্টায় ২ সেন্টিমিটার। বরাকের জল বিপদসীমার নিচে নেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই শহরবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
শনিবার রাত একটায় বরাক নদীর জলস্ফীতি নতুন করে শুরু হয়েছিল। এরপর লাগাতার বেড়েই চলে। সোমবার বেলা বারোটায় বরাক আবার স্থির হয়। তারপর থেকে অবশ্য জল ক্রমশ কমতে শুরু করে।