NE UpdatesHappeningsBreaking News
বন্যা-মুক্তিতে বরুণ দেবতার পুজো মহিলা কংগ্রেসের
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৭ জুন : আসামে ভয়াবহ বন্যা থেকে পরিত্রাণ পেতে এ বার পূজার্চনায় আস্থা রাখল কংগ্রেস। আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পূজাপাঠ হয়েছে গুয়াহাটির রুক্ষিনীনগর রঙমঞ্চে। মহিলা কংগ্রেস সভানেত্রী মীরা বরঠাকুরের নেতৃত্বে অন্য সদস্যরা এ দিন এই পূজার্চনায় শামিল হন। তাঁরা এই দুর্যোগে ধারা বর্ষণ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন।
মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এ দিন অভিযোগ করা হয়, ভয়াবহ বন্যায় যখন রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত, তখন গভীর নিদ্রায় মগ্ন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মীরা বরঠাকুর বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, গুয়াহাটির কৃত্রিম বন্যা প্রতিরোধ করা তাঁর পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে ভগবানই একমাত্র ভরসা। আর সেজন্যই আমরা বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, ভগবান তাঁকে আশীর্বাদ করবেন, যাতে তিনি গুয়াহাটির উন্নয়নে কাজ করতে পারেন। আমরা ঈশ্বরের কাছে এও চাইছি যে, বিজেপি সরকার যেন সরকারি অর্থ অপব্যবহার না করে।