NE UpdatesHappeningsBreaking News
বন্যার দরুন কাজিরাঙা অভয়ারণ্যের ওপর দিয়ে বাণিজ্যিক যানবাহন চলাচল নিষিদ্ধ
ওয়েটুবরাক, ১ জুলাইঃ রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই প্রেক্ষিতে গোলাঘাটের পুলিশ সুপার কাজিরাঙা অভয়ারণ্যের ওপর যানবাহন চলাচলের ওপর বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, শুধু ব্যক্তিগত চলাচলের গাডিগুলি দিনের বেলায় নিয়ন্ত্রিত গতিতে কাজিরাঙার ভেতরে চলাফেরা করতে পারবে। রাতের বেলায় শুধু স্থানীয় মানুষ ব্যক্তিগত গাড়ি নিযে যাওয়া-আসা করতে পারবেন।
পার্কের ভেতর দিয়ে বাণিজ্যিক যানবাহনের চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি। এই গাড়িগুলি নুমলিগড় তিনালি, বগরি বর্ডার ও বোকাখাত শহর হয়ে যাতায়াত করবে। নুমলিগড় রুরাল থানা ও কুমারগাঁও থানার পুলিশকর্মীরা নুমলিগড় তিনালিতে থাকবেন। তাঁরাই বাণিজ্যিক বাহনগুলিকে নুমলিগড় তিনালি থেকে কার্বি আংলঙের দিকে পাঠাবেন। তবে বোকাখাত শহর পর্যন্ত যাওয়া লরিগুলিকে নুমলিগড় তিনালি থেকে এগোতে দেওয়া হবে।কোহরার দিকে যাওয়া বাণিজ্যিক গাড়িগুলিকে বোকাখাত শহরে আটকে দেওয়া হবে।বগরির দিক থেকে আসা বাণিজ্যিক যানবাহন কোহরা আউটপোস্টের ইনচার্জ থামিয়ে দেবেন। রাঙাজান থেকে গরমপানি পর্যন্ত চলাচলকারী বাহনগুলিকে নিয়ন্ত্রণ করবে গোলাঘাট ও বগিজান থানা। গোলাঘাটের মহকুমা পুলিশ অফিসার ট্রাফিক ব্যবস্থা তদারকি করবেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রয়োজনে পানবাড়ি ও হলদিবাড়িতে অতিরিক্ত ট্রাফিক পাঠাবেন।