Barak UpdatesHappeningsBreaking News
বন্যার কতটা উন্নতি, দেখুন রাত ১২টায় বরাকের জলস্তর
ওয়ে টু বরাক, ৪ জুলাই : কাছার জেলায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। নাগাড়ে বৃষ্টি কিছুটা কম হওয়ায় এবং বরাকের উজানে গতকাল থেকে বৃষ্টিপাতের হার কিছুটা কমে আসায় বরাক নদীর জলস্তর কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত বারোটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল স্তর নেমে দাঁড়িয়েছে ২১ মিটারে। যদিও আজ সারাদিনে জলস্তর মাত্র ছয় সেন্টিমিটারই কমেছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সকাল ৭ টা পর্যন্ত অন্নপূর্ণাঘাটে ১ সেন্টিমিটার করে জল বাড়ে। এরপর সারাদিন অর্থাৎ ১০ ঘণ্টা অন্নপূর্ণাঘাটে বরাকের জল স্থিতাবস্থায় ছিল। বিকেল পাঁচটায় জল এক সেন্টিমিটার বাড়লেও এরপরে আর বাড়েনি। সন্ধ্যা ছয়টা থেকে পুনরায় তিন ঘন্টা স্থিতাবস্থায় থাকার পর রাত ন’টা থেকে জল কমতে শুরু করেছে। বর্তমানে অন্নপূর্ণা ঘাটে জল কমছে প্রতি ঘন্টায় ২ সেন্টিমিটার করে। বৃষ্টি না হলে শুক্রবার সকাল পর্যন্ত জল ১০ থেকে ১২ সেন্টিমিটার কমে যাওয়ার সম্ভাবনা।