Barak UpdatesHappeningsBreaking News

বন্যার্ত সহকর্মীদের ত্রাণে শিলচরের রেলকর্মীরা

ওয়েটুবরাক, ২৭ জুনঃ শিলচর রেলস্টেশনের অনেকটাই এখন বন্যার্তদের দখলে। তিন নম্বর প্ল্যাটফর্ম এবং ফাঁকা কামরাগুলিতে সপরিবারে আশ্রয় নিয়েছেন রেলকর্মী ও মজুররা৷ জুনের তৃতীয় সপ্তাহের বন্যায় রেল কোয়ার্টারগুলিতেও প্রচুর জল ঢুকে পড়ে৷  কোয়ার্টারে বসবাসকারী সবাই স্টেশনে গিয়ে আশ্রয় নেন। শিলচর স্টেশনে কর্মরত সহকর্মীরা মানবিক ভূমিকা গ্রহণ করে তাঁদের পাশে দাঁড়ান। বন্যার্তদের মধ্যে  বিতরণ করেন চাল-ডাল-নুন-তেল এবং পানীয় জল৷ মোট ৫৪০ জনের হাতে তুলে দেওয়া হয় ওইসব সামগ্রী৷ রেল কোয়ার্টারে বসবাসকারীদের সঙ্গে ত্রাণ বিতরণ করা হয় মজুরদের মধ্যেও৷

Rananuj

এই কাজে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন শিলচরের ভারপ্রাপ্ত স্টেশন সুপার রবি বোস, স্টেশন সুপার রাহুল দে, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (নির্মাণ) নিরূপম দাস, ভজন সরকার, গৌতম দাশগুপ্ত, শ্যামল মালাকার, সুমিত নাথ, সাজন বাউড়ি, ভীম রাউত, হীরেন্দ্র ঘোষ, রাকেশ্বর সরকার, রাহুল চক্রবর্তী, শান দাস প্রমুখ৷ ভারপ্রাপ্ত স্টেশন সুপার রবি বোস বলেন, বন্যার্তদের অনেকেরই  পকেটে টাকা রয়েছে৷ কিন্তু এই দুর্যোগের সময়ে বাজারহাটে যাওয়ার সুযোগ মিলছে না৷ তাই সহকর্মী হিসাবে তাঁরা সামান্য দায়িত্ব পালনের চেষ্টা করলেন৷ বন্যার্তরা বোসের নেতৃত্বে এই কর্মসূচির প্রশংসা করেন, সবাইকে ধন্যবাদ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker