Barak UpdatesHappeningsBreaking News
বন্যাক্রান্তদের দৈনিক সেবা লায়ন্স-লিও শিলচর গ্রেটারের
ওয়েটুবরাক, ২৯ মে : বন্যাক্রান্তদের সাহায্যে মাঠে নেমে ধারাবাহিকভাবে সেবা প্রদান করে যাচ্ছে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার ও তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার। গত ২৩ মে থেকে বিভিন্ন স্কুলে আশ্রিত বন্যাক্রান্তদের নানারকম সেবা প্রদান করা হচ্ছে। তারাপুর রামকুমার নন্দী পাঠশালা, উকিলবাজার এল.পি.স্কুলের প্রায় ২৫০ বন্যাক্রান্তদের পুষ্টিকর জলখাবারের ব্যবস্থা করা হয়৷ গত মঙ্গলবার আইরংমারার ৫০ টি বন্যাক্রান্ত পরিবারকে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়৷
বুধবার নেতাজি বিদ্যাভবনে আশ্রিত শরণার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ওআরএস- এর প্যাকেট, মিনারেল ওয়াটার ও ফল। শুক্রবার শিলচর সরকারি বালিকা বিদ্যালয় ও ডি.এন.এন.কে. বালিকা বিদ্যালয়ের প্রায় ৭০০ বন্যাক্রান্তের পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের দিকে নজর রেখে ক্লাব ফেনাইল, ব্লিচিং পাউডার, ন্যাপথালিন ইত্যাদির ব্যবস্থা করে দুই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বন্যাক্রান্তরা স্বাভাবিক জীবনযাত্রায় না ফেরা পর্যন্ত ক্লাবের বিভিন্ন সেবামূলক প্রকল্প এভাবেই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।
প্রতিদিনের সেবামূলক বিভিন্ন কাজে উপস্থিত থাকছেন সব্যসাচী রুদ্র গুপ্ত, অনুপ দত্ত, আনন্দ ঘোষ, দেবরাজ ধর, ইন্দ্রনীল রুদ্র গুপ্ত, অজিত কুমার দেব ,শিবম দাস, ঋতুপর্ণা পাল রুদ্র গুপ্ত, কিশলয় ভট্টাচার্য, দেবস্মিতা বিশ্বাস, নেহা চক্রবর্তী, ঋষভ পুরকায়স্থ, শুভজিৎ দাস, স্বরূপজ্যোতি পাল, সৌম্যজ্যোতি ভট্টাচার্য, ত্রিবর্ণা দেব, দেবস্মিতা ভট্টাচার্য, শুভ চক্রবর্তী, রৌশন কুমার সিং, পূরবী দাস, সুমিত ধর, মধুমিতা দাস, স্মিতা দেব, হৃদম চক্রবর্তী, রাজদীপ পাল, রাজেন কুমার সিং প্রমুখ।