Barak UpdatesHappeningsBreaking News
বনধ বিরোধিতায় ব্যবসায়ী সমাজ, অটোচালকরা
১৭ নভেম্বর: বুধবার বনধের বিরোধিতায় সরব হয়েছেন শিলচরের ব্যবসায়ী সমাজ, অটোচালকরা৷ অসিত দত্ত, বিবেক পোদ্দার ও বিকাশ ভট্টাচার্য সাংবাদিকদের ডেকে জানিয়ে দিয়েছেন, তাঁরা এই বনধ মানবেন না৷ বিজেপি স্টেট ট্রেড সেল, সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অফ অ্যাসোসিয়েশনস, আসাম চেম্বার অফ কমার্সের সাউথ আসাম চাপ্টার এবং অটোরিকশা অ্যাসোসিয়েশন কো-অর্ডিনেশন কমিটি একযোগে সিদ্ধান্ত নিয়েছে, সব ব্যবসায়ীরা বুধবার দোকানপাট খুলবেন, অটোচালকরা অটোরিকশা চালাবেন৷
বিজেপি স্টেট ট্রেড সেলের সহসভাপতি তথা আসাম চেম্বার অফ কমার্সের দক্ষিণ আসাম চাপ্টারের সভাপতি বিবেক পোদ্দার বলেন, ৬ মাস ধরে দেশজুড়ে ব্যবসা ও এর সঙ্গে জড়িত সবাই বহু কষ্টে দিন কাটাচ্ছেন৷ এই সময়ে সবাইকে ভাবতে হচ্ছে, একটা কাজের দিন যেন নষ্ট না হয়৷ কিন্তু এই কথায়, ওই কথায় বনধ ডেকে উল্টোটাই করা হচ্ছে৷ তাই বুধবারের বনধ তাঁরা মানবেন না৷ সবকিছু খোলা রাখতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান৷
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি অফ অ্যাসোসিয়েশনস কর্মকর্তা অসিত দত্তের বনধ আহ্বায়কদের স্মরণ করিয়ে দেন, কারসাজি দিয়ে মহৎ উদ্দেশ্য সফল হয় না৷ তাঁর কথায়, অন্য পন্থায় দাবি আদায়ের চেষ্টা করা হলে তাঁরা দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতেন, অনেকে সামিল হতেন৷ বিকাশবাবু একে অযৌক্তিক বনধ বলে উল্লেখ করেন৷