NE UpdatesAnalyticsBreaking News
Another special train from Guwahati to Chennai, informs NEF Railwayগুয়াহাটি-চেন্নাই আরও একটি স্পেশাল ট্রেন, জানাল উত্তরপূর্ব সীমান্ত রেল
৯ মার্চ : গুয়াহাটি থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে গুয়াহাটি পর্যন্ত আরও একটি স্পেশাল ট্রেন চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেল। এক টুইটবার্তায় এ খবর জনিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। গুয়াহাটি থেকে চেন্নাইয়ের ক্রমবর্ধিত যাত্ৰীর প্ৰতি লক্ষ্য রেখে এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী ১১ মাৰ্চ থেকে ১ এপ্ৰিল পর্যন্ত গুয়াহাটি-চেন্নাই চলাচল করবে ০৬৩৩৭ নম্বরের স্পেশাল ট্রেন। এছাড়া ৯ মাৰ্চ থেকে ৩০ মাৰ্চ পর্যন্ত চেন্নাই থেকে গুয়াহাটি আসবে ০৬৩৩৮ নম্বরের স্পেশালটি।
উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্ৰে জানা গেছে, আপ এবং ডাউন চারটি ট্ৰিপের জন্য চলাচল করবে ট্রেনটি। গুয়াহাটি থেকে বুধ, বৃহস্পতি ও শুক্রবার এবং চেন্নাই থেকে বুধ, মঙ্গল এবং সোমবার চলাচল করবে এই স্পেশালটি। এতে ২২টি কামরা থাকবে। এর মধ্যে এসি-২ টায়ার একটি, এসি-৩ টায়ার দুটি, স্লিপার ক্লাস ১৪টি, সাধারণ দ্বিতীয় শ্ৰেণির তিনটি এবং এসএলআর/ডি-র দুটি কামরা সংযুক্ত করা হবে।