Barak UpdatesHappeningsBreaking News
বদরপুর রেলস্টেশনে আজ থেকে স্বাস্থ্যশিবির
৪ জানুয়ারি : ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে বদরপুর রেলস্টেশনে ২০দিন ব্যাপী এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই শিবিরে নানা জটিল রোগের চিকিৎসা করা হবে। এতে মেডিসিন বিভাগের রোগীর পাশাপাশি ইএনটি, ডেন্টালএবং সার্জারি বিভাগের রোগীদেরও দেখা হবে। প্রয়োজনে রোগীদের অস্ত্রোপচার করার ব্যবস্থাও এই শিবিরে থাকছে।
এদিকে ফাউন্ডেশনের কর্মকর্তারা রোগীদের করিমগঞ্জ জেলার গ্রামাঞ্চলের স্ক্রিনিং করছেন।ফাউন্ডেশনের আউটরিচ ম্যানেজার সুব্রত দত্ত জানিয়েছেন, করিমগঞ্জ জেলার ১০ হাজার বাড়িতে ১৫ হাজার রোগীর স্ক্রিনিংয়ের লক্ষ্যমাত্রা তাঁদের৷ গত ১৫দিনে এ পর্যন্ত ৬ হাজার বাড়িতে ৮ হাজার রোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এই স্ক্রিনিঙের কাজে ১৯টি গ্রুপ জড়িত রয়েছে৷ প্রতিটি গ্রুপে তিনজন করে ফাউন্ডেশন-এর কর্মকর্তা কাজ করছেন।
এই শিবির সফল করে তুলতে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কর্মকর্তারাও এগিয়ে এসেছেন বলে আউটরিচ ম্যানেজার জানিয়েছেন। একে সফল করে তুলতে জেলার গ্রামাঞ্চলেও কাজ চলছে। উল্লেখ্য, ট্রেনের সাতটি কামরার পাশাপাশি বদরপুরের রেলওয়ে হাসপাতালকেও এই শিবিরে ব্যবহার করা হবে। জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলার রোগীদেরকে উন্নতমানের এই চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে।