Barak UpdatesHappenings
বড়জালেঙ্গা মিনি পাবলিক হেলথ সেন্টারে স্বাস্থ্য সেবা উৎসব
ওয়ে টু বরাক, ২৩ নভেম্বর : সমগ্র আসামের সঙ্গে সঙ্গতি রেখে ২২ নভেম্বর, বুধবার বড়জালেঙ্গা হাসপাতালেও স্বাস্থ্য উৎসব পালন করা হয়েছে। এক্সটার্নেল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ কুমার দাস। সঙ্গে ছিলেন এক্সটার্নেল এসেসর লালামপুল টুলুর ও ডাক্তার আর টিগ্গা এবং হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ বীরেশ্বর দে, ডাঃ ওয়াইদুল ইসলাম মজুমদার, অজিত দাস (এবিপিএম)। এছাড়াও ছিলেন ফার্মাসিস্ট- প্রাণজিত পাল, লেবটেক- বিশ্বজিৎ দেব, এল, এইচ,বি- কল্পনা বিশ্বাস, সারভাইলান্স ইন্সপেক্টর (এনভিবিডিসিপি) প্রণব কুমার দে , কমলেশ দে (আর, এইচ,আই) এম, পি,ডব্লিউ, ও জি,এন,এম সহ সদ্য অবসরপ্রাপ্ত সারভাইলান্স ইন্সপেক্টর প্রদীপ দত্ত পুরকায়স্থ ও আশা কর্মী সহ অন্যান্যরা।
এই দিন প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী হাসপাতালের যাবতীয় পরিষেবা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন করেন ডেলিভারি রুম, রোগীদের ওয়ার্ড, ল্যাবরটরি, বাথরুম, শৌচাগার, ঔষধের ষ্টক, জলের ব্যবস্হা সহ অন্যান্য। ওইদিন হাসপাতালের পরিষেবা নিতে আসা রোগীদের কাছ থেকে সরাসরি খোঁজ নেওয়া হয় পরিষেবা সম্পর্কে।