Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গা ব্লকে ৬৩ লক্ষ টাকায় নানা কাজের সূচনা করলেন মন্ত্রী শুক্লবৈদ্য
৩ অক্টোবর: ধলাই বিধানসভার বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আওতাধীন এলাকায় ৬৩ লক্ষ টাকারও অধিক ব্যয়সাপেক্ষে শুক্রবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মীন, আবগারি, বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি প্রথমে লোহারবন্দ জিপি এলাকায় চতুর্দশ অর্থ কমিশনের অধীনে লোহারবন্দ পিডব্লিউডি রাস্তা থেকে ফুলমনি এলপি স্কুল পর্যন্ত সিসি ব্লকের রাস্তার কাজের সূচনা করেন। তারপর, বিভিন্ন জায়গায় রাস্তা, কালভার্ট, কম্যুনিটি টয়লেট ইত্যাদি কাজের সূচনা করেন৷ এর মধ্যে চতুর্দশ অর্থ কমিশনের তহবিল যেমন রয়েছে, তেমনি মিলছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেও৷
ওই সব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাইর উন্নয়নে কিঞ্চিৎমাত্র ত্রুটি করবেন না৷ তিনি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জিপি প্রতিনিধিদের নির্দেশ দেন, কাজ গুলো যাতে সঠিকভাবে উন্নতমানের হয়। স্থানীয় লোকদেরকেও কাজ দেখাশুনার করা জন্য বলেন।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষী রাণি যাদব৷ উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা খন্ড উন্নয়নের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বিজেপি বড়জালেঙ্গা সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা, কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতী, লোহারবন্দ জিপির সভাপতি ব্রজনাথ চক্রবর্তী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।