NE UpdatesHappeningsBreaking News
বটদ্রবায় যেতে দেওয়া হয়নি, প্রতিবাদে ধরনায় রাহুল গান্ধী
ওয়েটুবরাক, ২২ জানুয়ারি : যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী, তখনই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী বটদ্রবায় শঙ্করদেবের জন্মস্থানে যেতে চাইলেও দেওয়া হয়নি তাঁকে৷ প্রতিবাদে তিনি বটদ্রবা থেকে ২০ কিলোমিটার দূরে হয়বরগাঁওয়ে বাধাস্থলেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।
রাহুল গান্ধী জানান, মন্দিরে যাওয়ার অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আইন শৃঙ্খলার সঙ্কট তৈরি হবে, তাই আমি নাকি শঙ্করদেবের জন্মস্থানে যেতে পারব না, কিন্তু অন্যরা যেতে পারবে। আমি যখন সুযোগ পাব, তখনই যাব। শ্রীমন্ত শঙ্করদেব আসামের চিন্তাধারাকেই প্রতিফলিত করে। আমি ওই পথেই হাঁটতে চেয়েছিলাম। উনি আমার গুরুর মতো, তাই এই মন্দিরে আসতে চেয়েছিলাম আমি। মন্দির কর্তৃপক্ষই আমন্ত্রণ জানিয়েছিল আমায়, কিন্তু আমায় যেতে দেওয়া হল না। অদ্ভুত বিষয় হল গৌরব গগৈও ওখানে যেতে পারেন, কিন্তু আমি যেতে পারব না।”