Barak UpdatesHappeningsBreaking News
বজরং দলের সাত দিনের শৌর্য প্রশিক্ষণ শিবির হল মাধবধামে
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : বজরং দলের কাজকে সমাজের সর্বস্তরের যুব সমাজের মধ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ত্যাগব্রতী, আদর্শনিষ্ঠ কার্যকর্তা। তাঁরা দিকভ্রান্ত যুব সমাজকে সংগঠিত করে ভারতমাতাকে পরম বৈভবশালী করবেন। এই উদ্দেশ্যকে সফল করার জন্য গত ৪ ডিসেম্বর থেকে শ্রীগৌরী স্থিত মাধবধামে বজরং দলের ৭ দিবসীয় প্রান্ত শৌর্য প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়। এই বর্গের সমারোপ অনুষ্ঠান শনিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথির আসন অলংকৃত করেন শিলচর ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তাপস কুমার বণিক। প্রধান বক্তা বিশ্ব হিন্দু পরিষদ, দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন সচিব পূর্ণ চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় শঙ্কর গোস্বামী। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সাধারণ সম্পাদক স্বপন শুক্লবৈদ্য ও বজরং দলের প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য্য। ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় প্রচার প্রমুখ রাকেশ পাণ্ডে, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্ত সহ সম্পাদক বিজিত দাস, প্রান্ত প্রচার প্রমুখ শমীন্দ্র পাল, সেবা প্রমুখ নিরুপম আচার্য, ত্রিপুরা উপ-প্রান্তের সংগঠন সচিব মহেন্দ্র পাল প্রমুখ। সমারোপ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রান্ত সৎসঙ্গ প্রমুখ দিলীপ দেব। এর আগে শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা ব্যায়াম, ক্যারাটে ইত্যাদি শারীরিক কার্যক্রম প্রদর্শন করেন।