Barak UpdatesHappeningsCultureBreaking News
বঙ্গভবনে সরস্বতী বিদ্যানিকেতনের নজরকাড়া বার্ষিক উৎসব
ওয়ে টু বরাক, ২৮ এপ্রিল ঃ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের ২১তম বার্ষিক উৎসব শুক্রবার আয়োজিত হয়। এ উপলক্ষে শিলচর বঙ্গভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায়, বিশেষ অতিথি শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক নিখিল ভূষণ দে। সঙ্গে ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবতজী, সম্পাদক নিহারেন্দু ধর, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক দেবতোষ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান আচার্যা সংগীতা রায় চৌধুরী প্রমুখ। সঙ্গে পরিবেশিত হয় বিদ্যালয়ের পরম্পরাগত বন্দনা।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের পড়ুয়ারা। এছাড়াও এ দিনের সংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়াদের পরিবেশিত সংগীত নৃত্য দর্শক-শ্রোতাদের নজর কাড়ে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হিসেবে ছিল নৃত্যনাট্য বঙ্গভঙ্গ আন্দোলন। প্রচুর সংখ্যক দর্শক-শ্রোতা এ দিনের অনুষ্ঠানটি উপভোগ করেন। উপাচার্যের হাত দিয়ে সরস্বতী বিদ্যানিকেতনের মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, অধ্যাপক নিরঞ্জন রায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক নিখিল ভূষণ দে, সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, নিহারেন্দু ধর, দেবতোষ চক্রবর্তী সহ অন্যান্যরা সরস্বতী বিদ্যানিকেতনের বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা সরস্বতী বিদ্যানিকেতনের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পড়ুয়াদের দ্বারা পরিবেশিত প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। হল ভর্তি দর্শক শ্রোতাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলে। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুশীম চন্দ্র নাথ।