Barak UpdatesHappeningsCultureBreaking News
বঙ্গভবনে আজকের প্রজন্মের তিন-তিনটি নাটক আজ
ওয়েটুবরাক, ১৫ জুন : রবিবার শিলচর বঙ্গভবনে একদিনের নাট্য অনুষ্ঠান আয়োজন করেছে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার। তারা এদিন দু’টি পৃথক পর্বে মোট তিনটি নাটক নিয়ে আসছে। প্রথম পর্বে থাকবে আজকের প্রজন্মের একটি বহু পুরস্কৃত এবং বহুপ্রশংসিত পূর্ণাঙ্গ প্রযোজনা ‘দ্য অ্যামেজিং গার্ল’। এরপর বিরতি নিয়ে দ্বিতীয় পর্বে হবে দুটি নাটক। সন্ধে ৭টায় আজকের প্রজন্ম থিয়েটার অ্যাকাডেমির প্রশিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক ‘খ্যাতির বিড়ম্বনা’। এরপর দিনের শেষ পরিবেশনা ইন্দ্রনীল দে-র লেখা নাটক ‘আজ বসন্ত’। এই নাটকটি নতুনভাবে সাজিয়েছেন আজকের প্রজন্মের নির্দেশক সায়ন বিশ্বাস। এদিনের নাট্য অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। তাই দর্শকদের এই দুই পর্বের আয়োজনেই সবার উপস্থিতি কামনা করছেন আজকের প্রজন্ম থিয়েটারের শিল্পীরা। প্রসঙ্গত, আয়োজকরা জানিয়েছেন এদিন বিকেল তিনটে থেকে শুরু হওয়া অ্যামেজিং গার্ল নাটকটি তারা উৎসর্গ করছেন এই শহরের বিভিন্ন লায়ন্স ও লিও সদস্যদের, যারা সমাজের জন্য অবদান রেখে চলেছেন দীর্ঘকাল ধরে। আসলে, অ্যামেজিং গার্ল নাটকটি হেলেন কেলারের জীবনের ওপর ভিত্তি করে রচিত, আর মূক-বধির-দৃষ্টিহীন হেলেন ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর একজন শুভেচ্ছা দূত। লায়ন্স ক্লাব দুনিয়া জুড়ে হেলেন কেলার দিবসও পালন করে আসছে দীর্ঘ কয়েক দশক ধরে। তাই হেলেন কেলারের ওপর নির্মিত নাটকটি স্থানীয় লায়ন্স ও লিওদের উৎসর্গ করছে আজকের প্রজন্ম। থিয়েটার।