Barak UpdatesHappeningsBreaking News
বকেয়া বেতন না পেলে আন্দোলন চলবে, ধর্না পুর কর্মচারীদের
ওয়ে টু বরাক, ১৯ নভেম্বর : রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার শিলচরেও ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করলেন পুর কর্মচারীরা। এ দিন শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্ল্যা কার্ড হাতে নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে পুর কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে। বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং ফিক্সড পে -তে থাকা কর্মচারীদের পে স্কেলের আওতায় আনতে হবে।
এ দিন পুর কর্মচারীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার ধর্না প্রদর্শন করেন। ধর্না শেষে কর্মচারীরা মুখ্যমন্ত্রী ও পুর প্রশাসন মন্ত্রীর উদ্দেশে জেলাশাসকের মাধ্যমে স্মারকপত্র প্রেরণ করেন। তারা জানিয়ে দেন, আগামী ২২ নভেম্বর দিসপুরে সব পুরসভার কর্মচারীরা সম্মিলিতভাবে ধর্না দেবেন। এরপর ২৫ নভেম্বর একদিনের পুর ধর্মঘট পালন করা হবে। এতেও সরকারের টনক না নড়লে লাগাতার চলবে আন্দোলন।