India & World UpdatesHappeningsBreaking News
ফেসবুকে ‘হা হা’ ইমোজিতে মুসলিম ধর্মগুরুর ফতোয়া
২৪ জুন : বাংলাদেশের এক মুসলিম ধর্মগুরুর নয়া ফতোয়া চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আহমদুল্লাহ নামে বাংলাদেশের এক মুসলিম ধর্মগুরু ৩ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, ফেসবুকে কোনও পোস্টে কাউকে বিদ্রুপ করতে “হা হা” রিঅ্যাক্ট দেওয়া হারাম। ওই ভিডিওতেই তিনি ফেসবুক সহ সোশ্যাল হ্যান্ডেলে মানুষের হাসি, মজা নিয়ে বেশ কিছু কথা বলেন। মুসলিম ধর্মগুরু জানান, ফেসবুকে এসব ইমোজি দেওয়া যাবে না। ‘হা হা’ ইমোজি দিলে, মানুষকে নিয়ে ঠাট্টা করা যাবে না।
ভিডিও-তে তিনি বলেন, ফেসবুকে কোনও কন্টেন্ট যদি কেউ মজা করার জন্য দেন, তাতে যদি “হা হা” ইমোজি দেওয়া হয়, তাহলে ঠিক আছে। তবে কাউকে অপমান বা বিদ্রুপ করার জন্য এই ইমোজি ব্যবহার ইসলামে সম্পূর্ণ হারাম। এরপর একাধিক প্রশ্ন করতে শুরু করেন তার অনুগামীরা।
লক্ষ্মীপুরে জন্ম নেওয়া শায়খ আহমাদুল্লাহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ভালো ফলাফল নিয়ে এবং পরবর্তীতে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। এরপর তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৬ বছর, মিরপুরের জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। এছাড়া সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে অনুবাদক হিসেবে দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ফেসবুকের ওই পেজে তাঁর ফলোয়ার ২২ লক্ষ অতিক্রম করেছে। ফলে মুসলিম ধর্মগুরুর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইউটিউবের পাশাপাশি ওই মুসলিম ধর্মগুরুকে টেলিভিশনে বেশ কয়েকটি শো করতেও দেখা যায়।