NE UpdatesHappeningsBreaking News
ফের শুরু সিএএ বিরোধী আন্দোলন, প্রথম দিনেই গুয়াহাটিতে মিছিল-বক্তৃতা
ওয়েটুবরাক, ১৮ আগস্ট : ফের শুরু হল সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলন। নেসো ও আসুর উদ্যোগে অসম সহ উত্তর-পূর্বে বুধবার এই আন্দোলন শুরু হয়। উজানবাজারে আসু দফতর থেকে এক মিছিল বার হয়। কিন্তু পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে সেখানেই চলে সিএএ বিরোধী স্লোগান ও বক্তব্য।
আসু-নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, আম জনতা সিএএ মানেনি, মানবেও না। তাই সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে। অসম ও উত্তর-পূর্বের মানুষ অতিরিক্ত বিদেশির বোঝা নেবে না।
আন্দোলনের অন্যতম উপদেষ্টা হীরেন গোঁহাই বললেন, ২০১৯ সালে জনতার স্বতস্ফূর্ত আন্দোলনে শহীদ হওয়া পাঁচজনের মৃত্যুর ঘটনার তদন্ত আজও হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ১৮ বছরের উপরে থাকা চার জনের পরিবারকে ৩ লক্ষ ও ১৮ বছরের নীচে থাকা একজনের পরিবারকে ২ লক্ষ টাকা দিতে বলেছিল আদালত। তাও দেয়নি সরকার।
অসম জাতীয় পরিষদের সভাপতি তথা আসুর প্রাক্তন সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈয়ের মতে, আগের আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই সরকারের সঙ্গে আপোস করেন, ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। অনেক ছদ্মবেশী উচ্চাকাঙ্ক্ষী আন্দোলনের সুযোগ নিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। কিন্তু সিএএ বিরোধী গণ-আন্দোলন আজও সমান প্রাসঙ্গিক।