India & World UpdatesHappeningsBreaking News
ফের বাংলাদেশে ১২টি মন্দিরে ভাঙচুর, ১৪টি মূর্তি ক্ষতিগ্রস্ত
৭ ফেব্রুয়ারি : ফের বাংলাদেশে মন্দির ও বিগ্রহ ভাঙচুর করার ঘটনা সামনে এসেছে। সে দেশের নীলফামারি জেলার বালিয়াডাঙ্গি থানার অন্তর্গত কয়েকটি স্থানে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ১২টি মন্দির ও ১৪টি বিগ্রহ গুড়িয়ে দিয়েছে। একটি সর্বভারতীয় নিউজ পোর্টালের খবর অনুযায়ী রবিবার সকালে প্রকাশ্যে এসেছে ঘটনাটি।
বালিয়াডাঙ্গি থানার ওসি খায়রুল আনাম জানিয়েছেন, ধানতলা, পারিয়া ও চারুল এলাকায় এই ঘটনা ঘটেছে। বালিয়াডাঙ্গি থানায় এ সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে। উপজেলা নির্ভাই অফিসার বিপুল কুমার জানিয়েছেন, কিছু দুর্বৃত্ত মোটরবাইকে এসে এই মন্দিরগুলোর ক্ষতিসাধন করেছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁও এলাকায় গত ১০০ বছরে এমন ঘটনা প্রথমবার হয়েছে।
বালিয়াডাঙ্গির হিন্দু সম্প্রদায়ের এক নেতা বৈদ্যনাথ বর্মণ বলেন, কিছু মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং আরও কিছু মূর্তি তুলে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে এর পেছনে কারা জড়িত তা জানা যায়নি। তবে এ ঘটনার ন্যায় বিচার চাইছেন তারা। আরেক হিন্দু সম্প্রদায়ের নেতা তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চ্যাটার্জি বলেন, এই অঞ্চলটি শান্তি সম্প্রীতির ক্ষেত্রে নজির গড়েছে। অতীতে এমন ঘটনা ঘটেনি। ঠাকুরগাঁও পুলিশের প্রধান জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।