Barak UpdatesHappeningsBreaking News
ফের অসুস্থ কবীন্দ্র পুরকায়স্থ, ভর্তি শিলচর মেডিক্যালে
ওয়ে টু বরাক, ১৯ ডিসেম্বর : ফের অসুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ স্বামীর তত্ত্বাবধানে। তিনি মেডিক্যালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিআইপি কেবিনে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কবীন্দ্র বাবুর জ্বর হয়েছে এবং পেটেও কিছু সমস্যা রয়েছে। আর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
এ দিকে, অসুস্থ কবীন্দ্র বাবুকে দেখতে বুধবার মেডিক্যালে যান মন্ত্রী পীযূষ হাজরিকা ও মন্ত্রী কৌশিক রাই। ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কবীন্দ্র বাবুর ছেলে কণাদ পুরকায়স্থ। কয়েকদিন আগেই বর্ষীয়ান নেতার জন্মদিন পালন করা হয়েছে। ওই সময় তিনি কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে কেক কাটেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও তাঁকে টেলিফোনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন।
কিন্তু এরপরই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁকে কয়েকদিন অবজারভেশনে রাখা হবে।